জিয়ানগরে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৪:২১ পিএম
জিয়ানগরে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে চন্ডিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চন্ডিপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মোঃ আহসানুল হক সগির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির মান্নু। এছাড়া চন্ডিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হাই জমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল ফকির, সদস্য সচিব সাফায়েত হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে