পাবনার চাটমোহরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মামলাটি করেন ভুক্তভোগীর ছাত্রীর বাবা আনিছুর রহমান। মামলা নম্বর ৮।
মামলার আসামিরা হলেন,হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়াা মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫) এবং তার সহযোগী একই গ্রামের ছাত্রদল কর্মী মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)। এরআগে উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।
হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ভুক্তভোগী ছাত্রী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন স্কুলছাত্রীকে বিরক্ত করত। নানা রকম কুপ্রস্তাব দিত। তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক স্কুলছাত্রীর বাড়িতে আসে। এসময় তার মা রান্না ঘরে ছিলো। রতন ও মামুন স্তুলছাত্রীর ঘরের ভেতরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে স্কুলছাত্রী ও তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা বের হয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় রাতেই স্কুলছাত্রীর পিতা আনিছুর রহমান ওই দু’জনসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন,অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান,মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব।