পাবনার চাটমোহরে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের ধারণা,ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ গতকাল বুধবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তবে তার নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল প্যান্ট ও জামা।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন,‘বুধবার সকালে রেলওয়ে কন্ট্রোল এর মাধ্যমে খবর পেয়ে চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।