'অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন' এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এ নারী দিবস পালিত হয়। দিবসটি পালনের শুরুতে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সমন্বয়কারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক কে এম মাহামুদুল হক প্রমুখ।