পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতন হোসেনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিস্কার করা হলেঅ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতস হোসেন গত ১১ মার্চ দিবাগত রাত ৮টার দিকে হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে দলবল নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা করেন। এ বিষয়ে
রতনসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা হয়েছে। মামলাটি করেন ভুক্তভোগীর ছাত্রীর বাবা আনিছুর রহমান। মামলা নম্বর ৮। মামলার প্রধান আসামি হলেন,হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়াা মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫)। মামলার এজাহার সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও তার সহযোগি মামুন স্কুলছাত্রীকে বিরক্ত করত। নানা রকম কুপ্রস্তাব দিত। তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক স্কুলছাত্রীর বাড়িতে আসে। এসময় তার মা রান্না ঘরে ছিলো। রতন ও মামুন স্তুলছাত্রীর ঘরের ভেতরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে স্কুলছাত্রী ও তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা বের হয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় রাতেই স্কুলছাত্রীর পিতা আনিছুর রহমান ওই দু’জনসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।