নওগাঁর পোরশায় জনপ্রতি সদকাতুল ফিতর নির্ধারন করা হয়েছে। এতে সর্বনিম্ন ৭৫ ও সর্বোচ্চ ২ হাজার ৩৫৫টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পোরশা আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া’র (পোরশা বড় মাদ্রাসা) ফাতওয়া বিভাগের প্রধান মুফ্তী মাওলানা আব্দুল আলিম ও শিক্ষা সচিব মুফ্তী মাওলানা মোস্তাফিজুর রহমান কাসেমীর সত্যায়নে মাদ্রাসার ফাতওয়া ও ইসলামি আইন গবেষনা বিভাগ থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গম, আটা, যব, পনির, খেজুর, ভুট্টা ও কিসমিস এর বর্তমান বাজারদর অনুযায়ী কেজি প্রতি দাম ধরে ফিতর নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে গমের দাম ৪৫টাকা কেজি দরে ১কেজি ৬৩৫গ্রাম গমের দাম ৭৪টাকা হয়। সে কারনে ফিতর আদায়ের সুবিধার্তে জনপ্রতি সর্বনিম্ন ৭৫টাকা ধরা হয়েছে। অপরদিকে, পনিরের দাম সর্বোচ্চ হওয়ায় ১ কেজি পনির দাম ৭২০ টাকা ধরে ৩ কেজি ২৭০ গ্রাম পনির দাম ২ হাজার ৩৫৪টাকা হয়। ফলে এ উপজেলায় কেউ সর্বোচ্চ ২ হাজার ৩৫৫টাকা ফিতর আদায় করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।