সারা দেশব্যাপী একসঙ্গে চলছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫। এই কর্মসূচিতে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে। তারই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি থেকে খুলনার দিঘলিয়া উপজেলায়ও এই কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ করেছেন ২০ জানুয়ারি ২০২৫ হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় তথ্য সংগ্রহকারীগণ ভোটারযোগ্য ব্যক্তিদের নিকট একটি স্লিপ প্রদান করে এসেছেন। যা সঙ্গে নিয়ে নির্ধারিত দিনে বায়োমেট্রিক প্রদানের জন্য নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য ভোটারযোগ্য ব্যক্তিদের পরামর্শ প্রদান করা হয়েছে।
বায়োমেট্রিক প্রদানের জন্য দিঘলিয়া উপজেলার ক্ষেত্রে নির্ধারিত দিন ছিল ২৭ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১২ মার্চ পর্যন্ত। অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের তথ্য সংগ্রহ এবং বায়োমেট্রিক গ্রহণ আজ ১২ মার্চ বুধবার সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে তরুণ এবং নারীদের আগ্রহ বেশি দেখা গেছে। উল্লেখ থাকে যে, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সঠিক দিক-নির্দেশনায় ও আন্তরিক সহযোগিতায় এবং উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে দিঘলিয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কোন প্রকার সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
উপজেলা নির্বাচন অফিসার জানান, ইতিপূর্বে দিঘলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১,৩২,৩১০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬৬,৪৭৮ জন এবং নারী ভোটার ৬৫,৮৩২ জন।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৮ হাজার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরো একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন বলে জানা যায়। এতে দেশে আরো ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদ শেষে শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ।