নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ি সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আলতাফ হোসেনের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে। তারই প্রতিবাদে ১৩ মার্চ বৃহস্পতিবার শহরের বিচালীহাটি রোডে ব্যবসায়ি সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য বলেন,ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আলতাফ হোসেন।
তিনি বলেন একজন ব্যক্তি তার নিজ স্বার্থ হাসিল করতে সৈয়দপুরের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে মেতে উঠেছেন। তিনি একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে শহরে বিভিন্ন জনের দোকানপাট জোড়পুর্বক নিজ দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।
সম্প্রতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি নামে ওই ব্যক্তি শহীদ তুলশীরাম সড়কে আমার ভাড়া নেয়া একটি গোডাউনে হামলা চালায়। তার উদ্দেশ্য ছিল গোডাউনে রাখা প্রায় কোটি টাকার মালামাল লুট করা। তার এহেন আচরণে ওই সময় ব্যবসায়িসহ শহরের সচেতন লোকজন এগিয়ে এলে তিনি সেখান থেকে সটকে পড়েন। আলতাফ হোসেন বলেন, আমি ৪১ বছর থেকে শহরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছি।
জেলার সর্বোচ্চ করদাতা আমার পরিবার। আমার ছেলে একজন সিআইপি। আমার ব্যবসায়িক মালামাল রাখার জন্য গত ১ জানুয়ারি তুলশীরাম সড়কে হিল্লোল কুমার নামে একজনের কাছ থেকে ২ বছরের জন্য ভাড়ায় চুক্তিনামা করি। ওই গোডাউনে হঠাৎ করে নিক্কি ৯ থেকে ১০ জনের নারী ও পুরুষ এনে আমার গোডাউন ঘর দখলের চেষ্টা করে। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে আমার সন্মানহানি হয়েছে। আমি তার বিরুদ্ধে মহামান্য আদালতে মামলা পিটিশন দায়ের করি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে গোপাল চন্দ্র কুন্ডু বলেন ওই।নিক্কি আমার একটি দোকান ঘর পৌরসভা থেকে আমার নাম কেটে তার নামে হোল্ডিং করে নেয়। তবে দোকানটি নিজ দখলে নিতে এলে অন্যান্য ব্যবসায়ির চাপে বাধ্য হয়ে ফিরে যান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,ব্যবসায়ি নেতা আলহাজ্ব গুলজার আহমেদ, হাজী মাহবুব আলম,তারিকুল আলম,আমিনুল ইসলাম, মমতাজ হোসেন,আরশেদ হোসেন,সাকির হোসেন বাদলসহ অনেকে।