দিনাজপুরের ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা মোছা. তাসলিমা খাতুন।
এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায় প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রথম স্থান অর্জন করেছে ফুলবাড়ী বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট, দ্বিতীয় স্থানে রয়েছে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থানে রয়েছে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে আতিথিদ্বয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।