আসন্ন ঈদুল ফিতরে ছোট পর্দার দর্শকদের জন্য নির্মিত হয়েছে ব্যতিক্রমী এক নাটক—‘লাইজু’। সাধারণত ঈদের নাটক মানেই হাস্যরস ও কমেডির ছোঁয়া, তবে এ কে পরাগ পরিচালিত ‘লাইজু’ সেই প্রচলিত ধারা থেকে কিছুটা আলাদা। গ্রামের একটি মেয়েকে ঘিরে গড়ে ওঠা নাটকটি দর্শকদের হাসাবে, কাঁদাবে এবং বাস্তব জীবনের কিছু কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবে।
‘লাইজু নামের একটা মেয়ে হারিয়ে গেছে, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারে না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান, তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হলো।’—এমনই একটি মাইকের ঘোষণার মাধ্যমে গল্পের সূচনা। এরপর পুরো গ্রামজুড়ে শুরু হয় চাঞ্চল্য। হারিয়ে যাওয়া মেয়েটিকে খোঁজার মাঝেই জন্ম নেয় নানা গুঞ্জন, বিতর্ক এবং একের পর এক নাটকীয় মোড়।
গল্পের মোড় নেয় নতুন দিকে, যখন লাইজু হঠাৎ ফিরে আসে। কিন্তু গ্রামের মানুষ তাকে স্বাভাবিকভাবে নেয় না। কেউ ভাবে সে ভূত, কেউবা মনে করে সে পাগল হয়ে গেছে! এরপর কাবিলপুর গ্রামে লাইজুকে ঘিরে শুরু হয় নানা রকমের ষড়যন্ত্র, রাজনীতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান এবং শরাফ আহমেদ জীবন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভাস্কর জনি। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন এ কে পরাগ।
পরিচালক জানান, ‘লাইজু’ শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন। গ্রামীণ জীবনের সৌন্দর্য, কঠোর বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েন এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উপলক্ষে ‘লাইজু’সহ প্রায় ২০টি কনটেন্ট মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে নাটকগুলো।