চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার ১৭ মার্চ ২০২৫ তারিখ বেলা ১২ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং দক্ষিণ মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ কাজ চলমান ছিল। উক্ত ঘটনাস্থলে অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগে দালাল চক্রের সাথে জড়িত হাসান (৩১) এবং নাজমুল (২৪)'কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৫৩৫৫ অবৈধ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাতে আরো বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।