মোল্লাহাটের এক যুবকের বিরুদ্ধে গোপন ভিডিও ধারণসহ বিস্তর অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৪:৪৬ পিএম
মোল্লাহাটের এক যুবকের বিরুদ্ধে গোপন ভিডিও ধারণসহ বিস্তর অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে সজিব নামে এক যুবকের বিরুদ্ধে তার আপন কাকা-কাকীর খাবারে চেতনানাশক ঔষধ দেয়া, বাথরুমে গোপনে ভিডিও ধারণ ও স্বর্ণালংকার চুরি সহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর কুলিয়া গ্রামে গত ১৬ মার্চ রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী উত্তর কুলিয়া গ্রামের মোঃ মুকুল মোল্লা বলেন, ঘটনার রাতে আমি ও আমার স্ত্রী একসাথে মসজিদে তারাবীহ নামাজ পড়তে যাই, আমি দশ রাকাত নামাজ পড়ে বাড়িতে এসে বাথরুমে যাই। তখন বাথরুমের ব্রাশের ফাঁকে কালো কিছু চোখে পড়ে। যা হাতে নিয়ে দেখি আমার আপন ভাতিজা সজিবের মোবাইল এবং প্রায় তিন ঘন্টা ধরে ভিডিও রেকর্ড হচ্ছে। এরপর ওই রাতে সেহেরি খাওয়ার সময় অস্বাভাবিক ঘুম আসে। তখন সন্দেহ ঘনীভূত হয় এবং দুধের মধ্যে লাল রঙের ঔষধ পাই। এরপর আমি ও আমার স্ত্রীর অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

মুকুল মোল্লা আরো বলেন, আমার ওই ভাতিজা সজিব প্রায় দেড় বছর আগে আমাদের বাড়ির পাশের এক সৌদি প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে, এরপর ব্লাকমেইল করে তাকে বহুবার ধর্ষণ করে, লোক জানাজানির পর ওই মহিলাকে তার স্বামী তালাক দেন। এরপর থেকে প্রবাসীর তিন শিশু সন্তান মাতৃস্নেহ বঞ্চিত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। আমরা ছয়ভাই এবং বংশিয়ভাবে প্রভাবশালী বলেই তখন আমার ভাতিজার কোন বিচার হয়নাই। এমন অনেক ঘটনা সজিব ঘটিয়েছে উল্লেখ করে যথাযথ বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মুকুল মোল্লা। এবিষয়ে চেষ্টা করেও সজিব ও তার বাবা মায়ের সাক্ষাৎকার পাওয়া যায় নি।