বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের আয়োজনে নগরীর বিভিন্ন মাদ্রাসার ১১৫ জন নবীন হাফেজদের “হাফেজে কুরআন সংবর্ধনা” প্রদান করা হয়েছে। জামায়াত বরিশাল মহানগর মিডিয়া সেল সূত্রে বুধবার দিবাগত রাতে জানা গেছে, জেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল ইসলাম। মহানগর মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিবুল্লাহ আরাফাতের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ রাফি। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা আতিকুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নেয়ামুল হাসান নাঈম, সাবেক জেলা সভাপতি হাফেজ আব্দুল আলিম, মহানগরের অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক রাশেদুল হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।