বরিশালে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৪:০৬ পিএম
বরিশালে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

পলিটেকনিক ইন্সস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিলসহ ছয় দফার যৌক্তিক দাবি আদায়ে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জন করে রাজপথে নেমেছেন বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল পলিটেকনিক ইন্সস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে ঐক্যমত হয়ে তারা সবধরনের পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। তারা আরও জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ এবং আন্দোলন চলমান থাকবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা। ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেয়া। কারিগরি পলিটেকনিক ইন্সস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিন্ম বেতন স্কেল নির্ধারণ করা। বিক্ষুব্ধরা আরও জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সবধরনের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে