বাবুগঞ্জে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহত ২৩ পরিবারের মাঝে চেক বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৮:০০ পিএম
বাবুগঞ্জে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহত ২৩ পরিবারের মাঝে চেক বিতরণ

বরিশালের বাবুগঞ্জে জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে বরিশাল জেলা পরিষদের অর্থায়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, থানার প্রতিনিধি, সাংবাদিক  ও জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এ সময় শহীদ আব্দুল আল আবির, শহীদ মোহাম্মদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ রাকিব হোসাইন এর পরিবারের কাছে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ। 

এছাড়াও জুলাই - আগস্ট বিপ্লবে আহত ২০জনের হাতে প্রত্যেককে ৩ হাজার টাকা করে চেক তুলে দেন। চেক বিতরণ কালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, জুলাই আগস্ট বিপ্লবে আহত ও শহীদ প্রত্যেক পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে। যেকোন প্রয়োজনে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন উপজেলা প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে