চাঁদপুরে দেশীয় তৈরী ২টি শটগান এবং ১৪টি কার্তুজ উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০১:৫০ পিএম
চাঁদপুরে দেশীয় তৈরী ২টি শটগান এবং ১৪টি কার্তুজ উদ্ধার

চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায়  দেশীয় তৈরী ২টি শটগান এবং ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০ টা ১৫ মিনিটের সময় (২২ মার্চ ২০২৫) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে ডাকাত ও মাদক পাঁচারকারীদের বিরুদ্ধে বড় ষ্টেশন, চাঁদপুর সদর, চাঁদপুর এলাকায় ডিবি পুলিশ চাঁদপুর সদর এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২টি শটগান এবং ১৪টি শটগান কার্তুজ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলি চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনার সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাছ  আলী স্কুলের পাশে পদ্মা অয়েল কোম্পানী (পদ্মা ডিপোর)  বিকল্প সড়কে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি সেনাবাহিনী এবং ডিবি পুলিশ যৌথভাবে উদ্ধার করতে সক্ষম হয়। জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) এস আই  মাজারুল হক সঙ্গীয় ফোর্স এই অস্ত্র উদ্ধার অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন।

চাঁদপুর সেনা ক্যাম্প ও জেলা ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদপুর সেনা ক্যাম্প বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে