পিরোজপুরের নাজিরপুরে সাপের কামড়ে মো. সুলতান খান (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বরিবার (০৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর (খেজুরতলা) গ্রামের মৃত কলম খানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল খান ওই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শুনেছি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে কাওসার খান জানান, তার পিতা সুলতান খান গত রবিবার বেলা ১১ টার দিকে বাড়ির কাছে মাছের ঘেরে মাছের খাবার দেন। পরে ঘেরে পাশে ঘাস দেখে তা পরিস্কার করতে যান। এ সময় একটি সাপ তার বাম হাতের কনুইর উপর কামড় দেয়। পরে তিনি বাসায় ফিরে বিষয়টি পরিবারকে জানান। তারা তার হাতে বাঁধ দিয়ে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে আরো জানান, তার পিতার দেয়া তথ্য মতে ওই সাপটি ছিলো কালো ও মাথায় লাল রঙ্গের একটি এস চিহ্ন ছিল। এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরিকুল ইসলাম বলেন, সাপের বর্ননা অনুযায়ী ধারনা করা হচ্ছে সাপটি কিং কোবরা প্রজাতির সাপ। এ ধরনের সাপ খুবই বিষক্ত হয়।