পাঁচবিবিতে দুর্নীতিবিরোধী দিবস পালিত

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩২ এএম
পাঁচবিবিতে দুর্নীতিবিরোধী দিবস পালিত

০৯ ডিসেম্বর আজ সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় পালিত হয় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকাল ১০টায় জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসুচী শুরু হয়। অতপর র‌্যালীসহ ছাত্র-ছাত্রী, স্কাউট, রোভার্স, সমম্ময়ে স্টেশন রোডে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল হাই-এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান রেজা-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোহরাব হোসেন চৌধুরী, জাহিদুর রহমান রানা, রফিকুল ইসলাম শাহিন চৌধুরী ও সেলিনা চৌধুরী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে