সাউথ আফ্রিকা প্রবাসীর ঈদ উপহার

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ১২:৪২ পিএম
সাউথ আফ্রিকা প্রবাসীর ঈদ উপহার

টাঙ্গাইল এলেঙ্গা পৌর এলাকায় কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিদ্দিক লিটনের সহযোগিতায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের কাছে ঈদ উপহার দেওয়া হয়। ২৮ শে মার্চ শুক্রবার ফাউন্ডেশনের অফিস থেকে এ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য এ্যাড. আজগর আলী ও মোঃ ওয়ারেসুল ইসলাম উপস্থিত থেকে এ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মাছুদুর রহমান মিলন, মোঃ কেরামত আলী উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাউথ আফ্রিকা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ টিটন জানান, আমার দাদার নামের স্মৃতিকে ধরে রাখা, সমাজের দরিদ্র, অবহেলিত মানুষের পাশে থেকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য, এ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মসজিদে এসি দেওয়া হচ্ছে, মন্দিরে গভীর নলকূপ দেওয়া হচ্ছে,। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে