সাতক্ষীরায় ভেজাল কারবারীদের দুঃসংবাদ দিলেন পুলিশ সুপার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৭:১২ পিএম
সাতক্ষীরায় ভেজাল কারবারীদের দুঃসংবাদ দিলেন পুলিশ সুপার

সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িতদের দুঃসংবাদ দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। রবিবার দুপুরে এক প্রেস কনফারেন্সে তিনি ভেজাল কারবারি চক্রের দুই সদস্যকে আটকের পর এ চক্রের অন্যদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন পুলিশ সুপার। এর আগে শনিবার (৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভেজাল দুধ তৈরির কারখানা থেকে ২৬০ লিটার দুধ, ঘি, ক্রিম, সোডা, কস্টিক ও দুধ তৈরির মেশিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই সদস্যকে। এদিকে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এক প্রেস কনফারেন্সে বলেন, জেলা পুলিশ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখতে চাই। এ ধরনের অপরাধ মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ফলে এবিষয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দিতে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় আরও ৩০-৩৫জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত। এদের শনাক্তে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পুলিশ সুপার বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো নামকরা ব্র্যান্ডের বাজারে ভেজাল দুধ সরবরাহ করে আসছিল। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। আমরা শুধু অভিযানই নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছি।

তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো ভেজাল চক্র বা তথ্য পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে