গাজায় ইসরায়েলি নৃশংসা গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতায়
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে। স্মরনকালের ইতিহাসে আজকের কয়রার এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। এ সময় সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমীক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, মাষ্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান, মোঃ আঃ হামিদ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শামিউল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোশাররফ হোসেন রাতুল প্রমুখ।