দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও টাকাকড়ির বিরোধের জের ধরে ভাতিজা বাঁধনের (৩০) হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম(৫০) ও চাচী তাহমিনা বেগম(৪২) গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তাদেরকে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তরিত করা হয়। পুলিশ বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬ টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের জমিজমা ও টাকা কড়ির বিরোধ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ীভাবে চাচা শেখ মনিরুল ইসলামের মাথায় ও কানে কোপাতে থাকে। এ সময় চাচি তাহমিনা বেগম স্বামীকে রক্ষার্থে এগিয়ে আসলে বাঁধন তাকেও মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তৎক্ষনাৎ বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ কলেজের সামনে থেকে আটক করা হয়। আহত শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছে। মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫ ইং, ধারা- ৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, ঘটনার সাথে জড়িত আসামীকে পুলিশ আগেই গ্রেফতার করেছে। বাদীর পক্ষে মামলা দায়েরের পর ধৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।