পিএসএলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৭:০২ পিএম
পিএসএলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন

পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। পিএসএলে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন এই বাংলাদেশি তারকা। তার আগে গত সোমবার পিএসএল খেলতে গেছেন রিশাদ হোসেন। পিএসএলের এবারের আসরে তারকাখচিত করাচি কিংসে খেলবেন লিটন দাস। তাকে পুরো আসরের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি ছবি দিয়ে নিজের ফেইসবুক পোস্টে সবার দোয়া ও সমর্থন চেয়েছেন লিটন। এই তারকা লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে পাকিস্তান যাচ্ছি! সামনে রোমাঞ্চকর সময় - সবার কাছ থেকে প্রার্থনা এবং সমর্থন কামনা করছি!’ এর আগেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন লিটন দাস। সিপিএল, আইপিএল, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন এই তারকা ক্রিকেটার। এবার খেলবেন পিএসএলে। করাচিতে লিটন সতীর্থ হিসেবে পাবেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে, কাইল জেমিসন, ব্যাটার ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও পাকিস্তানের শান মাসুদের মতো তারকাদের। পিএসএলের এবারের আসর মাঠে গড়াবে ১১ এপ্রিল থেকে। ১২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন লিটনের করাচি কিংস। লিটন ছাড়াও পিএসএলের এবারের আসরে খেলবেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। গত সোমবার পাকিস্তানে গিয়েছেন রিশাদ হোসেন। নাহিদ রানা যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর। পাশাপাশি ধারাভাষ্যকক্ষেও থাকছেন আরেক বাংলাদেশি আতহার আলী খান। তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেলে আছেন বাংলাদেশের এই ধারাভাষ্যকার।

আপনার জেলার সংবাদ পড়তে