জাগ্রত হোক মানবতা

মানিক লাল ঘোষ
| আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৮ পিএম
জাগ্রত হোক মানবতা
মানিক লাল ঘোষ

পুড়ছে গাজা মরছে মানুষ

জ্বলে পুড়ে ছাই, 

কোথায় আজ বিশ্ব বিবেক?

দেখার কেউ নাই!


জাগো মানুষ রক্তে জোয়ার

আরতো উপায় নাই 

প্রতিবাদে গর্জে উঠুক

পুরো বিশ্বটাই।

আপনার জেলার সংবাদ পড়তে