গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আঃ হাই সরকার স্কুল এন্ড কলেজের চলতি ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় সাপেক্ষে প্রবেশপত্র বিতরণ হচ্ছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকগণ।
৯ এপ্রিল বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, উক্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আরিফ সরকার বিষয়টি তদন্ত করেন। তদন্ত করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোন প্রকার আর্থিক অনিয়ম পান নাই এবং তাৎক্ষণিকভাবে অভিযোগকারীর সাথে কথা বলে বিষয়টি যে তিনি ভুল বুঝেছেন তা নিশ্চিত করেন। বিষয়টির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরো জানান, পরীক্ষার্থীদের দীর্ঘ তিন মাস সময় পাঁচটি বিষয়ে কোচিং করানোর পর তাদের কাছ থেকে মাসে ১ হাজার ৫শ টাকা করে যে টাকা আদায় করা হয়েছে তা কোনোভাবেই খুব বেশি নয়। তবে তিন মাসের টাকা একত্রে নেওয়ায় শিক্ষার্থীদের তা পরিশোধে সাময়িক অসুবিধার কথা স্বীকার করে ভবিষ্যতে তা মাসে মাসে আদায় করা হবে বলে আশ্বাস দেন।
তিনি আরো দাবি করেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সংবাদ পরিবেশন করায় তিনি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।