ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ ৯ এপ্রিল বিকাল ৫টায় সীতাকুণ্ড পৌরসভা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশাল মিছিলটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে শুরু করে উত্তর বাজার হয়ে কলেজ রোড মোড়ে এসে শেষ হয়েছে।
উপজেলা জামায়াতের নায়েব আমীর রাসেদুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার। এ সময় তিনি বলেন, আমরা আজীবন ইহুদীবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব যতদিন তারা নিরীহ মুসলিম নর-নারী ও শিশু হত্যা বন্ধ না করে। কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করে বিশাল সমাবেশে উপস্থিত সকলকে ইসরাইলী পন্য ব্যবহার না করার জন্য আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেছেন, আজ গাজায় গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন আজাদ, সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, অ্যাডভোকেট আশরাফুর রহামান, পৌর আমীর হাফেজ আলী আকবর, জামায়াত নেতা অধ্যক্ষ নুরুল কবির, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সাবেক কমিশনার রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল, যুব বিভাগের সভাপতি সামছুল হুদাসহ প্রমুখ নেতৃবৃন্দ।