শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৪:৪৫ পিএম
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে  দু-পক্ষের মাঝে উত্তেজনা চলে আসছিলো। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে  একই গ্রামের কফিল উদ্দিনের  সমর্থকরা  ঢাল সড়কি,রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ রইচ  উদ্দিনের  সমর্থক দের উপর হামলা করে। হামলায় উভয় গ্রুপের  ১০জন গুরুত্বর ভাবে  আহত হয়েছে। আহতদের উদ্ধার করে  শৈলকূপা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য  ভর্তি করা হয়েছে।  এ ব্যাপারে কফিল উদ্দিন মেম্বার  জানান  সামাজিক বিরোধ নিয়ে এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এই ঘটনায়  কাউকে আটক করা যায়নি।লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে