কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীতে বিভিন্ন পুকুর ও ধানী জমি কেটে মাটির উপরি অংশ কেটে নিয়ে যাওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমিয়ে ফেলছে বলে অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার এক দল সংবাদ কর্মি সরজমিন গেলে দেখা যায়, এই অসাধু ব্যাবসায়ীরা দিনে যেমন বেকু দিয়ে মাটি কাটছে তেমনি ভাবে রাতের আধারে মাটি কেটে মানুষের ঘুম হারাম করে দিচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। তারা গ্রামীন অবকাটামো রাস্তা ঘাট নষ্ট করে দিচ্ছে। আগের সরকারের আমল পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু বর্তমানে এদের ছত্র ছায়ায় সরকার না যাওয়ার আগেই মাটি কেটে বিভিন্ন ট্রাক ও লড়ি দিয়ে মাটি কাটছে দেদারছে। তারা প্রশাসনের কোনো অনুমতি নিচ্ছে না বলে এলাকায় অভিযোগ উঠেছে। বিশেষ করে বাজিতপুর উপজেলার পিরিজপুর, হিলচিয়া, কৈলাগ, কুলিয়ারচর উপজেলার সালুয়ার ডুমরাকান্দা এলাকা, ছয়সুতি, দাড়িয়াকান্দি ও নিকলী উপজেলার বিভিন্ন হাওরে মাটি খেকুরা মাটি কেটে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। এসব উপজেলার প্রশাসন নিরব থাকার কারণে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাগেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকা বাসি গণমাধ্যাম কর্মিদের জানান, যে কোনো সরকারি আসুক তারা সেই সরকারের প্রভাবশালি নেতাদের সাথে হাত মিলিয়ে ব্যবসা করে যাচ্ছে। তারা কোনো কথা বললে বিপদে পড়বেন বলে চুপথাকেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম কে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।