‘ক্যাচ বাংলাদেশ’-এর উদ্যোগে আসছে রাফা, নাশা ও অভিষেকের বৈশাখী গান

নববর্ষে ‘নগর বৈশাখ’

এফএনএস বিনোদন | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৩:৩২ পিএম
নববর্ষে ‘নগর বৈশাখ’

পহেলা বৈশাখ উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য এক ভিন্নরকম উপহার নিয়ে হাজির হচ্ছে ‘ক্যাচ বাংলাদেশ’। এবারের নববর্ষে তারা প্রকাশ করতে যাচ্ছে নতুন গান ‘নগর বৈশাখ’, যেখানে শহরের বৈশাখী আবহ, নাগরিক জীবনের ছন্দ এবং তরুণ প্রজন্মের ভাবনার প্রকাশ ঘটবে শব্দে ও সুরে।

গানটির সংগীত পরিচালনা করেছেন প্রতিভাবান সংগীতশিল্পী অভিষেক ভট্টাচার্য। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাফা ও নাশা। আর এর কথামালায় প্রাণ জুগিয়েছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকাল তানজির শুদ্ধ। সব মিলিয়ে একটি আধুনিক অথচ দেশীয় বৈশাখী অনুভব তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

গানটি প্রসঙ্গে অভিষেক বলেন, “গ্রামের তুলনায় শহরের বৈশাখ অনেকটাই আলাদা। এখানে ব্যস্ততার মাঝেও মানুষ আপন ছন্দে উৎসব উদযাপন করে—রাস্তায়, ছাদে, ক্যাফেতে কিংবা সোশ্যাল মিডিয়ায়। ‘নগর বৈশাখ’ সেই শহুরে বৈশাখের এক টুকরো গল্প তুলে ধরবে, যা সাধারণত গানে খুব একটা দেখা যায় না।”

অন্যদিকে রাফা বলেন, “এই প্রজেক্টে কাজ করতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। গানটির মিউজিক প্রোডাকশন, লিরিক এবং সামগ্রিক মুড—সবকিছুতেই আমরা চেষ্টা করেছি এক আধুনিক কিন্তু দেশীয় বৈশাখী স্পিরিট ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের ভালো লাগবে।”

‘নগর বৈশাখ’ গানটি খুব শিগগিরই মুক্তি পাবে ইউটিউব, স্পটিফাই, ফেসবুক রিলস ও স্টোরি, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে। পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো আরও রঙিন করতে এই গানটি ব্যবহার করা যাবে ব্যক্তিগত ভিডিও বা কনটেন্টেও।

‘ক্যাচ বাংলাদেশ’-এর এই উদ্যোগ শুধুমাত্র একটি গান নয়—এটি তরুণ সমাজের অনুভব ও উদযাপনের ধরনকে তুলে ধরার একটি সৃজনশীল প্রয়াস। শহুরে বৈশাখের গল্প, সুর আর ছন্দের মিশেলে ‘নগর বৈশাখ’ হয়ে উঠতে পারে এ প্রজন্মের বৈশাখ উদযাপনের প্রতিচ্ছবি।

আপনার জেলার সংবাদ পড়তে