বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আশাশুনিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রতিযোগিতায় "ক" গ্রুপে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির নিশাত তাহমিন ইমতু ১ম, ৭ম শ্রেণির দিপালী রায় শ্রেয়া ২য় ও ৮ম শ্রেণির সুমাইয়া ইসলাম ৩য় স্থান অধিকার করেছে। "খ" গ্রুপে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির সুমনা খাতুন ১ম, ৯ম শ্রেণির মুবাশ্বিরা তামাচ্ছুম ২য় ও ১০ম শ্রেণির সাদিয়া ইসলাম হীরা ৩য় স্থান অধিকার করেছে। বিজয়ীদের পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।