খুলনার ডুমুরিয়া উপজেলা আঁঠারো মাইল বাজারে মহাসড়কের উপর অবৈধভাবে স্থাপিত কাঁচামালের আড়ৎ এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রোববার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান। এসময় সরকারী জায়গায় স্থাপিত কয়েকটি টিনসেট ঘর বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় এবং আড়টের সামনে রাস্তা খুড়ে দেওয়া হয়। এসময় ডুমুরিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।