পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের একমাত্র ম্যাচে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। বল হাতে লাহোরের হয়ে আরও একবার উজ্জ্বল ছিলেন রিশাদ। ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন টাইগার লেগি। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন লাহোরের ওপেনার ফখর জামান। এক প্রান্ত আখলে রেখে ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন ফখর। চারে নামা ড্যারিল মিচেলও যোগ দেন তার সাথে। ফখর-মিচেলের টর্নেডো ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকে লাহোর। শুরুতে ২৫ রানের মধ্যে ২ উইকেট হারালেও তেমন বিপদ হয়নি। শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছেন ফখর-মিচেল। ফখর এবং মিচেল দুজনই পেয়েছেন ফিফটির দেখা। ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে ছুটেছেন দুজন। যদিও সেঞ্চুরিটা পাওয়া হয়নি শেষ পর্যন্ত। ৪৭ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের ১৫০ রানের মাথাতে আউট হয়েছেন ফখর। মিচেল আরও কিছুক্ষণ টিকে ছিলেন। শেষ দিকে ১০ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন স্যাম বিলিংস। দলীয় ১৮৮ রানের মাথাতে আউট হন মিচেল, খেলেছেন ৪১ বলে ৭৫ রানের আগ্রাসী ইনিংস। শেষ দিকে ৫ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা। একদম শেষ বলে ৩ বলে ২ রান করে রানআউট হয়েছেন রিশাদ হোসেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ দাঁড় করায় লাহোর কালান্দার্স। করাচির হয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান আলী। ১ উইকেট তোলেন আব্বাস আফ্রিদি। ৮ম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। এসে প্রথম বলেই উইকেট তুলেছেন তিনি, ফিরিয়ে দেন শান মাসুদকে। সেই ওভারে আরও একটি উইকেট নিয়েছেন রিশাদ। আউট করেছেন ইরফান খানকে। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান খরচায় জোড়া উইকেট শিকার করেন রিশাদ। ১০ম ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেটের দেখা পেয়েছেন রিশাদ হোসেন। ৩ রান দিয়ে আব্বাস আফ্রিদির উইকেট নেন তিনি। ১২তম ওভারে উইকেটের দেখা পাননি রিশাদ। কিছুটা খরুচেও ছিলেন। এক চার, এক ছক্কাসহ ১১ রান দেন তিনি। এরপর ১৫তম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। এবার রিশাদকে এক ছক্কা এবং এক চার হাঁকিয়েছেন খুশদিল শাহ। উইকেট আসেনি এই ওভারেও। ৪ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোলিং শেষ করেন রিশাদ হোসেন। ৮ম উইকেটে খুশদিল শাহ এবং হাসান আলীর জুটিতে লড়াই চালিয়েছে করাচি কিংস। জুটিতে রান এসেছে ৪৮। দলের ৯৮ রানের মাথায় জুটিটা ভাঙেন শাহীন শাহ আফ্রিদি। ২৫ বলে ২৭ রান করে বিদায় নেন হাসান। শেষে ৭ বলে ১৬ রান করেন অ্যাডাম মিলনে। ১৯.১ ওভার শেষে ১৩৬ রানে অলআউট হয়েছে করাচি। লাহোর তুলে নেয় ৬৫ রানের বিশাল জয়। লাহোরের হয়ে সেরা বোলার ছিলেন রিশাদ হোসেন। ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রিশাদ। ৩ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদিও, ৩৪ রান দেন তিনি। ২ উইকেট তোলেন সিকান্দার রাজা। ১টি করে উইকেট শিকার করেন আসিফ আফ্রিদি এবং হারিস রউফ।