জাতীয় নির্বাচনের রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০১:৪১ পিএম
জাতীয় নির্বাচনের রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর এবং একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রাপ্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) ঠিক দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা বিরাজ করছে, তা দূর করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দলের সদস্যদের মতে, নির্বাচনের সময়সূচি, প্রক্রিয়া ও সার্বিক রাজনৈতিক পরিবেশ নিয়ে সরকারের মনোভাব স্পষ্ট করাই ছিল এই আলোচনার মূল উদ্দেশ্য।

বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১২টার পর প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে এবং বৈঠক শুরু হয়। তিনি আরও জানান, বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে বিএনপি মহাসচিবের।

সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে, তবে তাদের নাম তখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত ৯ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, "নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশা রয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য রোডম্যাপ চাই।"

এছাড়া জানা গেছে, আগামীকাল (১৭ এপ্রিল) বিএনপি ‘সংস্কার’ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেবে।

এই বৈঠককে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের ফলাফল আগামী জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে