সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৭ পিএম
সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

সুন্দরবন ম্যানগোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ কর্মশালার আয়োজন করেন।  গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে ও রুপান্তর কর্মি বিপাশা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, ব্যবসায়ী নেতা মোজাফ্ফার হোসেন, এনজিও প্রতিনিধি দেবাশীষ ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যবসায়ী নেতা গৌতম সাহা, আয়ুব আলী কাজি, আব্দুল বারিক শেখ, ইয়ুথ লিডার গ্রিরিশ চন্দ্র রায়, পূজা রায়, প্রান্ত বিশ্বাস, জুয়েল মন্ডল, অমিত রায় প্রমুখ।