রশিদের খানের সাথে রিশাদের তুলনা করলেন স্যাম বিলিংস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:৩৫ পিএম
রশিদের খানের সাথে রিশাদের তুলনা করলেন স্যাম বিলিংস

গেল বছর লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন রশিদ খান। এবার আইপিএল ও পিএসএল একই সময়ে বলে রশিদ বেছে নিয়েছেন আইপিএলকে। তবে লাহোর পেয়েছে রশিদের মতোই আরেকজনকে- রিশাদ হোসেন। শুধু নামই কাছাকাছি নয়, কাজেও দুজনের মিল রয়েছে। রিশাদকে দেখে তাই রশিদের কথাই মনে হচ্ছে স্যাম বিলিংসের। ইংলিশ এই ক্রিকেটার পিএসএলে রিশাদের সতীর্থ। শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলে রিশাদের মতো তিনিও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ এক সদস্য। রিশাদের সাথে পিএসএলে প্রথম দেখা হলেও এমন একজন সতীর্থ পেয়ে ৩৩ বছর বয়সী তারকা যে কতটা উচ্ছ্বসিত, তা সংবাদ সম্মেলনেই স্পষ্ট। করাচি কিংসকে গুঁড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসেই রিশাদকে প্রশংসায় ভাসান বিলিংস। তিনি বলেন, ‘রিশাদকে এই প্রথম সরাসরি দেখছি, এই প্রথম একসাথে খেলছি। এত তরুণ একজন খেলোয়াড় যেভাবে বলছে করছে- অবিশ্বাস্য, দুর্দান্ত।’ এখন পর্যন্ত যে দুটি ম্যাচ খেলেছেন, দুই ম্যাচেই পাওয়ারপ্লে শেষ হওয়ার পর বল তুলে দেওয়া হয়েছে রিশাদকে। দুটি ম্যাচেই শিকার করেছেন গুরুত্বপূর্ণ তিনটি করে উইকেট। হয়ে উঠেছেন দলের স্বীকৃত শিকারি, যিনি পূরণ করছেন গেল মৌসুমের রশিদ খানের অভাব। বিলিংস নিজেই রিশাদকে নিয়ে কথা বলতে গিয়ে তুলে আনলেন রশিদের প্রসঙ্গ। তিনি বলেন, ‘এই ফরম্যাটে এমন একজন রিস্ট স্পিনার খুব গুরুত্বপূর্ণ। সে আমাদের জন্য মিডল ওভারে উইকেট টেকিং অপশন। দুর্দান্ত খেলে যাচ্ছে। গত বছর আমাদের দলে মিডল ওভারে রশিদ খান ছিল। এবং এমন একজন পেস বোলারদের খুবই সহায়তা করে। রিশাদ আমাদের পেস বোলারদের সহায়তা করছে, নিজেও দারুণ ভূমিকা পালন করছে।’ প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি রিশাদের। সেই ম্যাচে লাহোর পাত্তাই পায়নি ইসলামাবাদ ইউনাইটেডের কাছে। তবে রিশাদ একাদশে ফেরার পরের দুই ম্যাচে পেয়েছে যথাক্রমে ৭৯ রান ও ৬৫ রানের বিশাল দুই জয়, তাও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের মতো দলের বিপক্ষে। সব মিলে রিশাদ যেন শাহীন-বিলিংসদের জন্য হয়ে উঠেছেন আশীর্বাদ।

আপনার জেলার সংবাদ পড়তে