গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামে বাড়ির পাশে মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে ইফাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
প্রতিবেশী শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, ১৬ এপ্রিল বুধবার দুপুর দুইটার দিকে ইফাজ উদ্দিন গরু নিয়ে মাঠে যায়। হঠাৎ আকাশ কালো করে বিদ্যুৎ চমকাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধের ডাক চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।