রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০২:৪১ পিএম
রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী স্বপন শেখ (২২) কে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,মাদক মামলার পলাতক আসামী স্বপন বাড়ীতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে স্বপন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে