৬ দফা দাবিতে শেরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল ) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার কানাশাখোলা মোড়ে সড়ক অবরোধ করেন তারা।
অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউটের শতশত শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়েন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আগেও আমরা একই দাবিতে একাধিকবার কর্মসূচি পালন করেছি। তবে আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবো আমরা।