বগুড়ার গাবতলীেত পূর্ব শত্রুতার জেরধরে বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়ায় সেনাক্যাম্প ও গাবতলী মডেল থানায় লিখত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামে পূর্বশত্রুতা জেরধরে বৃহস্পতিবার (১৭এপ্রিল) একই গ্রামের মৃত মহির উদ্দীন শাহ'র ছেলে সোহেল ইসলামকে প্রতিপক্ষরা বাদীর বাড়িতে গিয়ে মারপিটের চেষ্টা, প্রাননাশ সহ বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রাদান করে।
এঘটনায় মোঃ সোহেল বাদী হয়ে, একই গ্রামের আব্দুল রশিদ আকন্দের ছেলে নয়ন মিয়া আব্দুল হামিদের ছেলে আলামিন, আব্দুর রশিদ আকন্দের স্ত্রী মাফু বেগুম, আব্দুল হামিদ আকন্দের স্ত্রী আনোয়ার বেগমকে অভিযুক্ত করে সেনাক্যাম্প ও গাবতলী মডেল থানায় একটি লিখত অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে বিবাদির সাথে ফোনে কথা বললে তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন। গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জানান, একটি লিখত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।