কলারোয়ায় বৃদ্ধার জমি আত্নসাৎ করার পাইতারার অভিযোগ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১৬ এএম
কলারোয়ায় বৃদ্ধার জমি আত্নসাৎ করার পাইতারার অভিযোগ

কলারোয়ায় বৃদ্ধা মহিলার জমি আত্নসাৎ করার পাইতারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামে। নুরুল ইসলাম জানান, তার পিতা ওমর আলী সরদার মারা যাওয়ার পরে ছেলে-নুরুল ইসলাম, মফিজুল ইসলাম, রণি সরদার, কন্যা নাগিস খাতুন, মমতাজ বেগম, রওশনারা খাতুন, হোসনেয়ারা খাতুন ও স্ত্রী মনোয়ারা খাতুনকে রেখে যায়। এর মধ্যে মৃত.ওমর আলীর ছেলে মফিজুল ইসলাম মারা যায়। মারা যাওয়ার সময় ছেলে ছিয়াম, কন্যা ছামিয়া খাতুন, স্ত্রী রেহেনা খাতুন ও মা মনোয়ারা খাতুনকে রেখে যায়। এর মধ্যে গোপনে মৃত মফিজুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন সাতক্ষীরা সদরের মাধবকাটিতে আনিছুর রহমানের সহিত বিবাহ করে। পরে পুর্বের স্বামীর জমি তার আয়েত্বে নেয়ার জন্য কলারোয়া পৌরসভা থেকে গত ১৭ ডিসেম্বর-২৫ তারিখে উত্তরাধিকার সনদ গ্রহন করে। সেখানে তার শাশুড়ি মায়ের নাম বাদ দিয়ে উত্তরাধিকার সনদ নেন। যা গত ১১নভেম্বর ২৪সালে সাতক্ষীরা জজকোর্টের এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন মুলধনী ওয়ারেশ উল্লেখ্য করে জমির বন্টন নামা তৈরী করে দিয়েছেন। সেখানে ১৯৬১ সালের মুসলিম ফারায়েজ আইন মোতাবেক মৃত ওমর আলী সরদারের স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে তার স্ত্রী মনোয়ারা খাতুনের নাম উল্লেখ করেছেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে