আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি: ফারুক

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম
আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি: ফারুক

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বললেন, 

“আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি। বিগত ১৬ বছর ধরে আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের নেতা ইলয়াস আলী, চেীধুরী আলমের মতো বহু নেতাকর্মীকে হারিয়েছি। সেই আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচন। এখন সাত মাস চলে গেছে। এখনো সেই নির্বাচনের দেখা নেই। এখন জনগণ সুখে নেই। সম্প্রতি ভোজ্যতেলেলে দাম বাড়ানো হয়েছে, পেঁয়াজের দামও বেড়েছে। জনগণের কষ্ট লাঘব করতে হবে।”

জয়নুল আবদিন ফারুক আরও যোগ করে বলেন, 

“আসলে সরকার চাচ্ছে কী? জনগণের প্রত্যাশা ছিল একটি জাতীয় নির্বাচন। সেটার দেখা নেই গত সাত মাসে। এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হয়নি। জনগণ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ। আমাদের সমমনা দলকে শক্তিশালী করতে হবে। সরকারকে বলবো, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন। এখনো কেউ সে চক্রান্ত করার চেষ্টা করা হলে আবারও মাঠে নামা হবে।”

ভারতকে ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, “আপনারা বন্ধুর মতো থাকুন, সীমান্তে গুলি বন্ধ করুন, পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেন। হাজার হাজার মানুষের খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে অবহেলা করবেন না।”

আপনার জেলার সংবাদ পড়তে