নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেও এখন শঙ্কার মুখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপে খেলার স্বপ্ন। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় পরাজয়ের পর সবকিছুই এখন নির্ভর করছে আরেকটি ম্যাচের ফলাফলের ওপর—থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় কত বড় ব্যবধানে হয়, তার উপরেই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।
বাছাইপর্বে শুরুটা ছিল দারুণ। প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে নিগার সুলতানার দল রীতিমতো ছুটছিল পয়েন্ট তালিকার শীর্ষে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হোঁচট খেয়েছে দলটি। প্রথমে হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে, এরপর লাহোরে পাকিস্তানের বিপক্ষেও হেরে বসেছে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
পাঁচ ম্যাচে তিন জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের নেট রান রেট দাঁড়িয়েছে +০.৬৩৯। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের এখন পর্যন্ত পয়েন্ট ৪, তাদের নেট রান রেট –০.২৮৩। যদি ক্যারিবীয়রা শেষ ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সমান ৬ পয়েন্ট অর্জন করে, তবে বিশ্বকাপের টিকিট পাবে নেট রান রেটে এগিয়ে থাকা দল।
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই হোঁচট—২১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার: ওপেনার ফারজানা হক (০), দিলারা আক্তার (১৩) ও অধিনায়ক নিগার সুলতানা (১)।
একটু স্থিতি আনেন শারমিন আক্তার (২৪) ও ঋতু মনি। ৪৭ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঋতু, সঙ্গে অপরপ্রান্তে ফাহিমা খাতুন করেন ৪৪ রানের অপরাজিত ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৮।
বল হাতে পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল ২৮ রানে ৩ উইকেট নেন। ফাতিমা সানা ও ডায়ানা বেগ পান দুটি করে উইকেট।
জবাবে পাকিস্তান শুরুতেই হারায় শাওয়াল জুলফিকারকে (২), যাকে এলবিডব্লিউ করেন মারুফা আক্তার। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। মুনিবা আলী (৬৯) এবং সিদরা আমিন (৩৩) গড়েন ৮০ রানের জুটি। রাবেয়া খাতুন সিদরাকে ফিরালেও ততক্ষণে ম্যাচ অনেকটাই পাকিস্তানের নিয়ন্ত্রণে।
শেষ পর্যন্ত আলিয়া রিয়াজ (৫২*) ও নাতালিয়া পারভেজ (১৩*) ৩৯.৪ ওভারে পাকিস্তানকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ফলে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে স্বাগতিকরা হয়ে যায় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং নিশ্চিত করে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের টিকিট।
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এখন ঝুলে আছে একটি সমীকরণের ওপর। যদি ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে হারাতে না পারে, তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশই পাবে বিশ্বকাপে খেলার সুযোগ। তবে সেই ম্যাচে ক্যারিবীয়দের বড় জয় টাইগ্রেসদের স্বপ্নভঙ্গও ঘটাতে পারে।
দুই ম্যাচে দুটি বড় হার এই বাছাইপর্বে বাংলাদেশের মানসিক প্রস্তুতি ও চাপ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে শেষ পর্যন্ত ভাগ্য যদি সহায় হয়, তাহলে নিগার সুলতানার দলকেই দেখা যাবে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে।