টানা তিন হারের হতাশা, প্রিমিয়ার লিগে সরাসরি উত্তরণের সম্ভাবনায় ছন্দপতন—সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের শেষভাগে এসে বড় ধাক্কার মুখেই ছিল শেফিল্ড ইউনাইটেড। কিন্তু ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামে তারা, আর সেই প্রত্যাবর্তনের ম্যাচে জয়ের নায়ক হয়ে ওঠেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।
শুক্রবার রাতে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে শেফিল্ড। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ চালালেও গোলের মুখ খুলছিল না। শেষ পর্যন্ত ৩৩ মিনিটে গুস্তাভো হ্যামারের দুর্দান্ত শটে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধেও মাঠে নিয়ন্ত্রণ ধরে রাখে শেফিল্ড। মাঝমাঠে নিয়ন্ত্রক ভূমিকায় ছিলেন হামজা। ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষের সম্ভাব্য গোল বাঁচাতে দূর থেকে ছুটে এসে তিনি করেন এক নাটকীয় ট্যাকল—যেটি থেকে গোল হওয়া বা পেনাল্টি দুটোই হতে পারত। কিন্তু নির্ভুল সেই ট্যাকলে দলকে রক্ষা করেন তিনি। যদিও এতে দেখা পড়ে হলুদ কার্ড।
ম্যাচের ৮৭ মিনিটে বেন ব্রেরেটন দিয়াজ দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন শেফিল্ড ইউনাইটেডের। পুরো ৯০ মিনিট মাঠে থেকে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন হামজা চৌধুরী। তার গতিশীলতা, ট্যাকলিং এবং পজিশনিং ছিল চোখে পড়ার মতো।
এই জয়ের ফলে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লিডস ইউনাইটেড এবং দ্বিতীয়স্থানে বার্নলি। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে উঠবে শীর্ষ দুই দল। তৃতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ, যেখানে একটি দল পাবে প্রিমিয়ার লিগে ওঠার শেষ টিকিট।
এই মুহূর্তে শেফিল্ডের হাতে রয়েছে আর মাত্র তিন ম্যাচ—বার্নলি, স্টোক সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে। প্রতিটি ম্যাচ এখন তাদের জন্য ফাইনালের সমান। সরাসরি প্রমোশনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।