ইনজুরির কারণে আইপিএল ২০২৪ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ফর্মে থাকা ক্রিকেটার গ্লেন ফিলিপস। তাঁর পরিবর্তে গুজরাট টাইটান্স দলে জায়গা পেয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। এটা শানাকার জন্য গুজরাট টাইটান্সের জার্সিতে দ্বিতীয় দফায় খেলার সুযোগ।
মাত্র দশ দিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন গ্লেন ফিলিপস। কিন্তু ফিল্ডিংয়ের সময় কুঁচকির ইনজুরি তাঁকে আইপিএল থেকে ছিটকে দেয়। দুর্ভাগ্যজনকভাবে একটি বলও ব্যাট হাতে না নিয়েই আইপিএল মিশন শেষ হয়ে যায় তাঁর। বর্তমানে দারুণ ফর্মে থাকা এই কিউই ব্যাটারের হার অবশ্যই গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা।
ফিলিপসের জায়গা পূরণে গুজরাট টাইটান্স এবার ভরসা রাখছে দাসুন শানাকার ওপর। তাঁকে ৭৫ লাখ রুপিতে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। আইপিএলে এর আগে মাত্র একবার, ২০২৩ মৌসুমে খেলেছিলেন শানাকা, যেখানে তিন ম্যাচে করেছিলেন মাত্র ২৬ রান। এবার তাঁর সামনে থাকছে নিজেকে প্রমাণ করার নতুন সুযোগ।
বর্তমানে গুজরাটের বিদেশি কোটায় রয়েছেন:
• জশ বাটলার (ইংল্যান্ড)
• শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
• রশিদ খান ও করিম জানাত (আফগানিস্তান)
• জেরাল্ড কুৎসিয়া (দক্ষিণ আফ্রিকা)
শানাকার সংযোজন বিদেশি বিভাগে আনে আরও ভারসাম্য। তবে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ায় তাঁর ফেরা এখনো অনিশ্চিত।
এখন পর্যন্ত ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে দলটি, তবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে খেলোয়াড় পরিবর্তনের বিষয়টি মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, তা দেখার বিষয়।