শৈলকুপায় অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের আবু খায়ের খাঁন আহত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫২ পিএম
শৈলকুপায় অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের আবু খায়ের খাঁন আহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজার থেকে অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খাঁন  নামে এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছে। শনিবার রাতে হাটফাজিলপুর বাজারে  তার উপর হামলার ঘটনা ঘটে। আহত আবুল খায়ের বাড়ি উপজেলার বগুড়া গ্রামে।  হামলায় গুরুতর আহত আবু খায়ের খাঁনকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছে বলে জানা যায় ।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে আগত এমএম পরিবহনে বগুড়া ইউনিয়নের ৬ পিয়াজ ব্যবসায়ী মলম পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে স্থানীয়রা একটি এমএম পরিবহনের গতিরোধ করলে হাটফাজিলপুর বাজারে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের বাকবিতন্ডা রোধ করতে গিয়ে আবুল খায়ের আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, বলেন, "ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।" 

আবু খায়ের খান দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে