বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত অসম চুক্তির বোঝা টানতে হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ এএম
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত অসম চুক্তির বোঝা টানতে হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা

বুধবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় ‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে।

পরিবেশ উপদেষ্টা আরও যোগ করে বলেন, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হলেও স্বচ্ছতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে মুখ থুবড়ে পড়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিক। বিদ্যুতে আমাদের অনেক সঞ্চালন লাইন রয়েছে। এ জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বড় আকারে যাওয়ার জন্য আমাদের সরকার, পাওয়ার ডিভিশন, অর্থনৈতিকভাবে আমরা প্রস্তুত নই। আগামীতে আমরা (সরকার) জমি দেবো, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য। রেলওয়েসহ সরকারি অনেক অব্যবহাহৃত জমি আছে সেগুলো আমরা ব্যবহারের পরিকল্পনা করছি।

তিন দিনব্যাপী ‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলন চলবে শুক্রবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন।


আপনার জেলার সংবাদ পড়তে