শ্যামনগরে পুকুর থেকে আরও ৩৮পিস দেশীয় অস্ত্র উদ্ধার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৩:১২ পিএম
শ্যামনগরে পুকুর থেকে আরও ৩৮পিস দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে আবারও পুকুরের ভীতর থেকে রামদা ও হাঁসুয়াসহ ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে ডিএসবির তথ্যের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তার ভিতরে রাখা আড়াই ফুট লম্বা ৪পিস রামদা ও ২ফুট লম্বা কাঠের বাট সংযুক্ত ৩৪পিস হাসুয়া উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তার ভিতর রাখা দেশীয় ৩৪ পিস হাঁসুয়া ও ৪ পিস রামদা উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাঁসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌর সদরের সাবের মিস্ত্রির বাড়িসংলগ্ন পুকুর থেকে ৩৪পিস দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে পানির মধ্যে থাকার কারণে এসব অস্ত্রে মরিচা পড়ে থাকতে দেখা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে