বাংলা সংগীতের ভুবনে নিজের আলাদা একটি ধারা তৈরি করে চলেছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ‘দাগি’ সিনেমার প্লেব্যাক ‘নিয়ে যাবে কি’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজের ‘বৈয়াম পাখি-২’ গানের রেশ কাটতে না কাটতেই এবার এলেন নতুন গান ‘তীর’ নিয়ে।
সম্প্রতি জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। গানের কথা লিখেছেন জেফার নিজে এবং আদিব কবির, সুরও করেছেন তিনি নিজেই। সংগীতায়োজনেও রয়েছে আদিব কবিরের অবদান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পার্থ শেখ, কোরিওগ্রাফি করেছেন টিজে ফাইজা।
জেফার জানান, ২০২১ সালেই ‘তীর’ গানের পরিকল্পনা করেন তিনি। ওই বছর শুরু হয় সুরের কাজ। তবে দীর্ঘ সময় ধরে কথা, সুর, সংগীতায়োজনে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ২০২৩ সালে শেষ হয় গানের কাজ। এরপর ২০২৪ সালে শুরু হয় ভিডিও নির্মাণ। অবশেষে চলতি বছর গানটি প্রকাশ পেল পূর্ণাঙ্গ ভিডিওসহ।
এই গান শুধু একটি সৃষ্টিশীল প্রয়াস নয়—বরং ভয়, সংকট ও আত্মজয়ের গল্প। জেফারের ভাষায়, “ভয়-ভীতির বিরুদ্ধে মানুষের যে অনন্ত লড়াই, ‘তীর’ সেই লড়াইয়ের এক সঙ্গীতপ্রয়াস। আমি চেয়েছি, গানটির মধ্য দিয়ে শ্রোতা এক নতুন জেফারকে দেখুক ও শুনুক।”
শুধু গায়কী নয়, অভিনয়েও দক্ষতা দেখাচ্ছেন জেফার। গত বছর চরকিতে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এ বছরও ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজে প্লেব্যাক এবং অভিনয়—দুই ভূমিকাতেই সক্রিয় ছিলেন জেফার।
সাম্প্রতিক সময়ে বাংলা গান ও ওটিটি কনটেন্টের ভুবনে জেফার রহমান যেন এক নবীন তবে আত্মবিশ্বাসী কণ্ঠস্বর—যিনি শব্দ ও সুরে নিজের একান্ত জায়গা তৈরি করতে চলেছেন। ‘তীর’ গানটি সেই যাত্রারই আরেকটি সুরেলা ধাপ।