প্রতিযোগিতায় শাকিব, রাজ, শুভ, বাঁধন ও বুবলী

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাতে আসছে অর্ধ ডজন সিনেমা

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৬:১৪ পিএম
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাতে আসছে অর্ধ ডজন সিনেমা

ঈদ মানেই সিনেমাপ্রেমীদের জন্য উৎসব। বড়পর্দার আলোয় নতুন গল্প, নতুন চরিত্র আর প্রিয় তারকাদের ভিন্ন রূপ দেখতে উদগ্রীব হয়ে থাকেন দর্শকরা। চলতি বছরের ঈদুল আজহাও ব্যতিক্রম নয়। ইতোমধ্যে ঘোষিত হয়েছে বেশ কিছু আলোচিত সিনেমার মুক্তির তারিখ। এবারের ঈদে বড়পর্দায় থাকছে বৈচিত্র্যময় গল্পের অর্ধ ডজন ছবি, যেখানে মুখোমুখি হতে যাচ্ছেন দেশের প্রথম সারির অভিনয়শিল্পীরা।

তাণ্ডব – শাকিব খানকে নিয়ে রাফীর থ্রিলিং প্রত্যাবর্তন
'তুফান'-এর সাফল্যের পর পরিচালক রায়হান রাফী আবারও পর্দায় হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে। ঈদে মুক্তি পেতে যাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর—যার এটিই প্রথম সিনেমা। বিশেষ চমক হিসেবে দেখা যাবে জয়া আহসানকে একজন সাংবাদিকের চরিত্রে এবং শরিফুল রাজকে ৪০ সেকেন্ডের ক্যামিওতে। দেশের একটি টিভি চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার থ্রিলারধর্মী গল্প।

ইনসাফ – রাজ-ফারিণের নতুন জুটি, খলনায়কে মোশাররফ করিম
‘ফাতিমা’র পর দ্বিতীয় বাংলাদেশি সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম ফারিণ। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এ তাঁর বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। ভয়ংকর খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। পরিচালক সঞ্জয় সমাদ্দারের নির্দেশনায় এটি হতে যাচ্ছে ফারিণের বাণিজ্যিক ফর্মুলা ছবিতে অভিষেক।

নীলচক্র – শুভর ক্রাইম থ্রিলার, নতুন জুটি শুভ-মন্দিরা
দীর্ঘ প্রতীক্ষার পর এবার ঈদে আসছে আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র'। সিনেমাটি ইন্টারনেট দুনিয়ার অন্ধকার দিক নিয়ে নির্মিত একটি ক্রাইম থ্রিলার। মন্দিরা চক্রবর্তীর সঙ্গে এটি তাঁর প্রথম জুটি। এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে কণ্ঠশিল্পী বালামেরও। ছবিটি এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, যা এর আন্তর্জাতিক সম্ভাবনার ইঙ্গিত দেয়।

টগর – পূজা-আদর জুটির নতুন অভিযান
‘নাকফুলের কাব্য’র পর আবারও পূজা চেরী ও আদর আজাদকে জুটি করে ফিরছেন পরিচালক আলোক হাসান। ‘টগর’ সিনেমাটি একটি অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি, যেখানে থাকবে সমাজ-ব্যবস্থার সঙ্গে যুদ্ধরত এক যুবকের গল্প। সহশিল্পীদের তালিকায় আছেন রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালামসহ অনেকে।

এশা মার্ডার: কর্মফল – পুলিশের ভূমিকায় বাঁধনের প্রত্যাবর্তন
বহুল আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার ঈদে হাজির হচ্ছেন পুলিশের চরিত্রে। পরিচালক ও পুলিশ কর্মকর্তা সানী সানোয়ারের নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ মূলত একটি মার্ডার মিস্ট্রি। একই জেলায় ঘটে যাওয়া তিন তরুণীর খুনের রহস্য অনুসন্ধানের দায়িত্ব পান পুলিশ অফিসার বাঁধন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক অভিজ্ঞ অভিনয়শিল্পী।

পিনিক – বুবলীর নতুন রূপ, খলনায়িকায় অভিষেক
চিরচেনা নায়িকার ছক ভেঙে প্রথমবারের মতো খল চরিত্রে পর্দায় আসছেন শবনম বুবলী। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন আদর আজাদ। এটি তাঁদের তৃতীয় জুটি। থ্রিলার, প্রতিশোধ আর সাসপেন্সে ভরপুর এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালামসহ অনেকে।

এবারের ঈদুল আজহায় বড়পর্দায় মুখোমুখি হচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকারা। একদিকে রয়েছেন কিং খান শাকিব, অন্যদিকে মাঠে নামছেন রাজ, শুভ, বাঁধন, ফারিণ ও বুবলী। থ্রিলার, অ্যাকশন, সামাজিক রূপকথা থেকে শুরু করে রহস্য-গবেষণাধর্মী গল্প—বিভিন্ন ঘরানার সিনেমা থাকছে ঈদ উৎসবে। দর্শক তাই এই ঈদে প্রেক্ষাগৃহমুখী হবেন বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার প্রত্যাশায়।

আপনার জেলার সংবাদ পড়তে