ভারতের খ্যাতিমান গায়ক সনু নিগম সম্প্রতি বেঙ্গালুরুর এক কলেজ কনসার্টে অংশগ্রহণ করতে গিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। কনসার্টে কন্নড় ভাষায় গান না গাওয়ায় এক দর্শকের অশোভন আচরণের মুখোমুখি হন গায়ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রাগান্বিত সনু নিগম মঞ্চ থেকেই মন্তব্য করেন, “এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল।” তার এই মন্তব্য কন্নড় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে এবং এরই জেরে থানায় গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজে অনুষ্ঠিত এক কনসার্টে সনু নিগম পারফর্ম করছিলেন। দর্শকসারিতে থাকা এক ছাত্র বারবার কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানান। প্রথমে গায়ক বিষয়টিকে হালকাভাবে নিলেও, ছাত্রটির বারবার ও হুমকিস্বরূপ আচরণে বিরক্ত হয়ে মঞ্চ থেকেই তিনি কড়া প্রতিবাদ জানান।
সনু বলেন, “আমি বহু ভাষায় গান গেয়েছি, কন্নড়ও তার মধ্যে অন্যতম। আমি যখন কন্নড় গান গাইছি, তখন এই ছেলেটির জন্মও হয়নি। অসহিষ্ণুতা থেকেই এমন ঘটনা ঘটে, যেমনটি পেহেলগামে হয়েছিল। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।”
এই বক্তব্যকে কেন্দ্র করে কন্নড়পন্থী সংগঠন ‘কর্নাটক রক্ষা বেদিকে’ সনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহরের এক থানায় লিখিত অভিযোগ দাখিল করে। সংগঠনের দাবি, গায়কের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে আঘাত হেনেছে এবং তা ঘৃণা ছড়ানোর সামিল। সংগঠনটি আরও আশঙ্কা প্রকাশ করে যে, এই ধরনের মন্তব্য রাজ্যে ভাষাগত উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।
এফআইআর-এ সনুর বিরুদ্ধে “ইচ্ছাকৃত অপমানের মাধ্যমে শান্তি ভঙ্গের চেষ্টা” ও “ভাষাগত সম্প্রদায়ের প্রতি অবমাননার অভিযোগ” আনা হয়েছে। যদিও এই ঘটনার পরও গায়ক নিজে থানায় অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দেশব্যাপী চলছে তীব্র বিতর্ক। অনেকে সনুর পক্ষে দাঁড়িয়ে ছাত্রটির আচরণকে ধিক্কার জানালেও, অনেকে গায়কের বক্তব্যকে অতি বাড়াবাড়ি বলেও মন্তব্য করেছেন। বিশেষত ‘পেহেলগাম হামলা’র মতো একটি স্পর্শকাতর বিষয়কে টেনে আনা নিয়েও প্রশ্ন তুলেছেন বহু ভক্ত-অনুরাগী।
সনু নিগম স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সব ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং অতীতে বহুবার কন্নড় গান গেয়েছেন। কিন্তু কারও চাপিয়ে দেওয়া আচরণ বা দুর্ব্যবহারের মুখে শিল্পীর স্বাধীনতাকে ছোট করা যায় না।